ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

র‌্যাব সদস্যরা প্রশংসিত

সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কমল গ্রেফতার

সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কমল গ্রেফতার

সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চসারটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নুরুজ্জামান কমলকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা। সে নারায়ণগঞ্জের সিদ্দীরগঞ্জ উপজেলার সানারপাড় গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।

র‌্যাব -১২’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থ্ায়ী চেকপোস্ট বসানো হয়। এ চেকপোস্ট চলাকালে আসামি তার প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রাইভেটকারটি উল্লেখিত এলাকায় প্রবেশ করে এবং সেখানে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ সময় মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে প্রাইভেটকার ভর্তি ১০৫ কেজি গাঁজার চালান উদ্ধারসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় র‌্যাব সদস্যরা এলাকায় প্রশংসিত হয়েছেন।

গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত